ভারতে আসছেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে নেইমারের আল হিলাল বনাম ভারতের মুম্বাই সিটি এফসি। কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় এদিন। ভারতের সমস্ত ফুটবল প্রেমী মানুষ নজর রেখেছিলেন খবরে। সেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী আইএসএল লিগ জয়ী দল মুম্বাই এফসি।
গ্রুপে বাকি দুই দল ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগান।
গ্রুপ পর্বের ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে হবে। অর্থাৎ মুম্বাই সিটি এফসি নিজেদের মাঠে খেলবে।
নিজেদের ঘরের মাঠে খেলার পাশাপাশি ভারতে খেলতে আসতে হবে সৌদির ক্লাব আল হিলালকে। এক্ষেত্রে ডি ওয়াই পাটিলে ম্যাচ হলে বেশি সংখ্যক মানুষ খেলা দেখার সুযোগ পেতেন।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি গ্রুপে দলগুলো কবে কে কার মুখোমুখি হবে, তা এখনও ঠিক হয়নি।
‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের। সেখানে রোনাল্ডোদের বাকি তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল। এই টুর্নামেন্টে এবার গ্রুপ পর্ব থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। আগে চারজন বিদেশি খেলানো গেলেও এবার থেকে এগারো জনে ছয়জন বিদেশি খেলাতে পারবে দলগুলো।
নেইমার ভারতে এসেছিলেন গত বছর ডিসেম্বরে। একটি পানীয়ের প্রচারে। নেইমার ‘ফাইভ ওয়ার্ল্ড ফাইনাল’ শীর্ষকের অংশ হিসেবে গোয়ায় গিয়েছিলেন। সেখানে সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা কার্যক্রমেও অংশ নিয়েছিলেন।
তবে এবার একটু অন্যরকম। যদি চোট আঘাতে না ভোগেন। খেলবেন, মাঠ কাঁপাবেন ব্রাজিলিয়ান সুপার স্টার।