আনোয়ারের জোড়া গোলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাছিন্দ্রা এফসিকে ৩-১ ফলাফলে পরাজিত করে মোহনবাগান। আগামী ২২ আগস্ট বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলবে জুয়ান ফেরান্দোর দল।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জুয়ান ফেরান্দোর মোহনবাগান। ১১ মিনিটের মাথায় সাহালের দুরপাল্লার শট বাঁচিয়ে দেন মাছিন্দ্রা এফসির গোলরক্ষক বিশাল শ্রেষ্ঠ। এরপরেও বেশ কিছু ইতিবাচক আক্রমণ করে বুমোস, সাহাল, কামিংসরা। যদিও গোলরক্ষক বিশাল দক্ষতার সাথে প্রতিহত করেন। অন্যদিকে রক্ষণ সামলে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করে মাছিন্দ্রার ফুটবলাররা।
২৫ মিনিটে আরও একটি গোলমুখী শট মারেন সাহাল যা আবারও বাঁচিয়ে দেন বিশাল। এরপর কামিংস বক্সের ভিতর সুবর্ণ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ম্যাচের প্রথম ৩০ মিনিট খেলা হয় সাহাল-কামিংস-হুগো বনান বিশাল মিশ্রার। একের পর এক শট তিনি সেভ করতে থাকেন৷
আরও পড়ুন- ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব
৩৮ মিনিটে হুগোর শট আবারও বাঁচিয়ে দেন মাছিন্দ্রার গোলরক্ষক৷ তবে এরপর হুগোর কর্ণার থেকে হেডে গোল করতে ভোলেননি আনোয়ার আলি। ৩৯ মিনিটে ১-০ ফলাফলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-০ থাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাছিন্দ্রা এফসি বেশ কিছু আক্রমণে উঠলেও গোল করতে পারেননি। প্রতি আক্রমণে ৫৪ মিনিটে দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও মোহনবাগানের আক্রমণ ভাগের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন।
৫৯ মিনিটে পেত্রাতোসের বাড়ানো বল নিয়ে গোলকিপারকে কাটিয়ে গোল করেন জেসন কামিংস। ৬৩ মিনিটে আরও একবার গোলকিপারকে একা পেয়ে যান কামিংস কিন্তু এবার গোল করতে ব্যর্থ হন তিনি। ৭০ মিনিটেও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও মিস করেন কামিংস। এরপর বেশ কিছু আক্রমণ তৈরী করলেও গোল করতে পারেনি সবুজ মেরুণ ব্রিগেড। ৭৮ মিনিটে গোল শোধ করে মাছিন্দ্রা এফসি। গোল করেন ওলৌম। এরপর মাছিন্দ্রা এফসির ফুটবলাররা সমতায় ফেরার চেষ্টা করলেও ৮৫ মিনিটে আবারও গোল করেন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার। ৩-১ ফলাফলেই শেষ হয় এই ম্যাচ।