এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আইপিএল ২০২৪ নিলামে একাধিক অনামী ক্রিকেটারের উত্থান সামনে এসেছে। তাদের দুরন্ত ফর্মকে বিচার করে ফ্র্যাঞ্চাইজিরা বড় অর্থ দিয়েছে। এদেরই একজন হলেন শুভম দুবে। সদ্য নিলামে রাজস্থান রয়্যালস ৫.৮০ কোটি টাকায় শুভমকে সই করিয়েছে।
আরও পড়ুন - আসন্ন ভারত- আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত?
কিন্তু বিদর্ভের এই ক্রিকেটারের জীবনটা লড়াইয়ে পরিপূর্ণ। সেই কথাই রাজস্থান রয়্যালসের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শুভম। তিনি বলেছেন, "আমার পরিবারের ক্রিকেট কিট কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু আমার বাবা আমায় একটি এনে দিয়েছিলেন। আর্থিক অনটন সত্ত্বেও ওনারা কখনও আমায় জোর দেননি অন্য কিছু করার জন্য।"
এরপর শুভম বলেছেন, "আমার বাবা একজন সৎ মানুষ, যিনি পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন ধরণের কাজ করতেন। পানের দোকান থেকে শুরু করে হোটেল ম্যানেজারের কাজ, রিয়েল এস্টেটের কাজও করতে হয়েছে বাবাকে।"
আরও পড়ুন - হারের হ্যাটট্রিক হলো সবুজ মেরুনের! জবাবদিহি দিলেন ফেরান্ডো
বাবা-মায়ের এই আত্মত্যাগের ঋণ শোধ করতে এবার নিলামে পাওয়া অর্থ দিয়ে বাড়ি কিনতে চান শুভম। তিনি বলেছেন, "আমার পরিবারেই আমি আমার সব থেকে বড় সমর্থকদের পেয়েছি। আমার যমজ দাদা আর্থিক দিক থেকে পুরো পরিবারের খেয়াল রাখত, আর আমার উপর কোনও চাপ আসতে দেয়নি। আমার পরিবার আমার পাশে ছিল। যখন আমি চোট পেয়ে খেলা থেকে কিছু সময় বাইরে ছিলাম, ওরা মানসিকভাবে ইতিবাচক জায়গায় রাখত।"
"আমি ওদের সেই সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে চাই যা ওদের প্রাপ্য। তাই আমার ইচ্ছে রয়েছে প্রথমে পরিবারের জন্য বাড়ি কেনার।"
আরও পড়ুন - হারের হ্যাটট্রিক! শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে গেল মোহনবাগান
সদ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের জাত চিনিয়েছিলেন বিদর্ভের এই আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার। ১৮৫ এর স্ট্রাইক রেটে ঝড় তুলেছিলেন সেই টুর্নামেন্টে। যার জেরে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালে সুযোগ পেয়েছিলেন শুভম। কিন্তু দিল্লির শত চেষ্টা সত্ত্বেও রাজস্থান রয়্যালস সই করায় শুভমকে।