এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০৩৬ অলিম্পিক আয়োজনের চেষ্টায় রয়েছে ভারত। আহমেদাবাদে অলিম্পিক আয়োজনের জন্য বিড দেওয়া হবে একথা আগেই শোনা গিয়েছিল তবে খবর অনুযায়ী, আহমেদাবাদে রাজ্যসরকারের তরফে ৫টি বড় স্টেডিয়াম প্রস্তুতের অনুমতি দেওয়া হয়েছে।
এই পাঁচটি স্টেডিয়ামের মধ্যে একটি স্টেডিয়াম হবে ফুটবল স্টেডিয়াম, যার আসনসংখ্যা হবে ৫০,০০০। এছাড়াও দুটি ইন্ডোর এরিনা তৈরি করা হবে যার মধ্যে একটির দর্শকাসন হবে ১৮,০০০ এবং আরেকটির হবে ১০,০০০।
আরও পড়ুন- অজিদের মতে সর্বকালের শ্রেষ্ঠ স্পিনার-অলরাউন্ডারদের তালিকায় ভারতের তিনজন
এছাড়াও ১২,০০০ আসন বিশিষ্ট একটি অ্যাকুয়াটিক্স সেন্টার প্রস্তুত করা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও থাকবে ১০,০০০ আসনের একটি টেনিস সেন্টার।
এছাড়াও এই স্টেডিয়ামগুলি ঘেরা থাকবে নদী দিয়ে। খবর অনুযায়ী, মোট ৩৫০ একর জায়গা নিয়ে তৈরি হবে এটি।
শোনা যাচ্ছে যে ২০২৪ সালের অক্টোবর মাস থেকে শুরু হবে এই স্টেডিয়াম গুলির কাজ এবং কাজ শেষ হবে ২০২৭ সালের অক্টোবর মাসে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কাছেই তৈরি হবে এই স্টেডিয়ামগুলি।