ইগর স্টিমাচের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পরাজয়ের পর সমালোচনার ঝড় বয়ে যায় ভারতীয় ফুটবল মহলে। এর পাশাপাশি সাম্প্রতিক সময় ভারতীয় হেড কোচ ইগর স্টিমাচ মন্তব্য করেন যে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে না গেলে তিনি পদত্যাগ করবেন। এইসকল বিষয় নিয়েই শুক্রবার ভার্চুয়াল আলোচনায় বসেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে সহ এআইএফএফ-এর ১৪জন সিনিয়র সদস্য।
আরও পড়ুন- বিরাট-গৌতমের গম্ভীর মুহূর্ত, ছবি দেখলে চমকে যাবেন!
এই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৫ জন সদস্যের কমিটি গঠন করা হবে। এই কমিটিতে রয়েছেন এআইএফএফ সহ সভাপতি এন.এ. হরিশ, আইএম বিজয়ন, মেনলা এথেনপা, অনিলকুমার প্রভাকরণ এবং ক্লাইম্যাক্স লরেন্স। আগামী ৬জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে এবং ১১ জুন কাতারের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। আর তার আগেই ইগর স্টিমাচের সাথে বৈঠকে বসবে এই ৫ সদস্যের কমিটি।