এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পরিকাঠামো কমিটির তরফে একটি ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে দেশের বিভিন্ন রাজ্যের ফুটবল পরিকাঠামো উন্নতির বিষয় আলোচনা হয়।
দীপক শর্মার নেতৃত্বে এই মিটিং হয় যে মিটিংয়ে উপস্থিত ছিলেন এআইএফএফ-এর ভারপ্রাপ্ত মহাসচিব এম. সত্যনারায়ণ, ডেপুটি চেয়ারপারসন অমিত চৌধুরী। এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে অনলাইন মিটিংয়ে উপস্থিত ছিলেন ধরমজিৎ সিং, ভূপেন্দ্র সিং, আখতার আলী এবং কাইফ রব্বানী।
আরও পড়ুন- বস্তি থেকে বিশ্ব দরবারে দেশের দুর্মূল্য প্রতিভাদের চিনুন
এই বৈঠকে মূলত গোয়া, দিল্লি এবং কলকাতার পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। নিউ দিল্লির ফুটবল হাউসের সংস্কার করা হবে । এছাড়াও গোয়ায় এআইএফএফ ট্রেনিং সেন্টারের পুনর্নবীকরন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- ছয় বলে ছয় ছক্কা! যুবরাজ সিং, রবি শাস্ত্রীর দলে নাম লেখালেন কেরলের অভিজিৎ
এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কলকাতার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে নতুন কোনও কাজ হওয়ার আগে বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করতে হবে, এমন সিদ্ধান্তই নেন এআইএফএফ কর্মকর্তারা।