এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া ট্রায়াল ছাড়াই খেলার সুযোগ পেতে চলেছেন। আর এর পরেই কুস্তি ফেডারেশন এবং অ্যাডহক কমিটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে কুস্তিমহলের অনেকেই। বুধবার কুস্তিগীর অন্তিম পাঙঘাল এবং সুজিত কলকল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় দিল্লি হাইকোর্টে।
আরও পড়ূন- জেমাইমা জাদুতে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় ভারতের
এই দুই কুস্তিগীর যুগ্মভাবে আবেদন জানান প্রধান বিচারপতি সতিশ চন্দ্র শর্মার কাছে। খবর অনুযায়ী, বৃহস্পতিবার এই বিষয়টি আদালতে উঠবে।
অন্তিম এবং সুজিত এশিয়ান গেমসে খেলার জন্য স্বচ্ছ ট্রায়ালের আবেদন করেছেন। কোনো খেলোয়াড়কে যাতে বাড়তি সুবিধা না দেওয়া হয় সেই অনুরোধই করেছেন তাঁরা। এছাড়াও, ট্রায়ালের ভিডিও করার দাবিও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- বুস্কেটসের পর মেসির আরও এক বন্ধু সই করতে চলেছেন ইন্টার মায়ামিতে
১৯ বছর বয়সী অন্তিম এবং ২১ বছর বয়সী সুজিত ট্রায়ালের সুযোগ পাবেন কিনা তা দিল্লির উচ্চ আদালতেই বিচার হবে।