মোহনবাগানকে ম্যাচ জিতিয়ে নিজের ফুটবল আইডলের নাম বললেন আনোয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে মোহনবাগানের জয়ের নায়ক ডিফেন্ডার আনোয়ার আলি। রক্ষণের পাশপাশি ২ গোল করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নিজের গোল এবং নিজের আইডলের বিষয় কথা বলেন আনোয়ার।
আরও পড়ুন- আনোয়ারের জোড়া গোলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে মোহনবাগান
দলের জন্য গোল করার বিষয় আনোয়ার বলেছেন, "দলের জন্য গোল করা অনেক বড় ব্যাপার। আমি খুশি গোল করতে পেরে।বাইরের দেশ থেকে দল খেলতে আসছে তারা ভাল লড়াই করছে।"
তার হেড থেকেই এসেছে গোল। হেড দেওয়ার বিষয় তিনি বলেছেন, "হেড দেওয়ার বিষয় আমি কোচ এর নির্দেশ অনুসরণ করি।"
আরও পড়ুন- কঠিন ম্যাচ জিতে খুশি জুয়ান, আশিক নিয়ে দিলেন বড় আপডেট
এছাড়াও তিনি তাঁর আইডলের কথা জানিয়েছেন। আনোয়ার বলেছেন, "সার্জিও রামোস আমার আইডল। আমি তাঁর মত খেলতে পারিনা৷ তবে আমি চেষ্টা করি।"
অতীতে প্রায় ফুটবল থেকে ছিটকে যাওয়া থেকে বর্তমানে জাতীয় দল এবং মোহনবাগানের প্রধান ডিফেন্ডার আনোয়ার। এই বিষয় তিনি বলেছেন, "সবাই আমার অতীতের ঘটনা জানেন। তবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি।"