কলকাতার সফরে এসে মোহনবাগান ছাড়াও এই এই জায়গায় যাবেন মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতার ফুটবল প্রেমীদের কাছে লিওনেল মেসি হল এক অন্য ইমোশন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে খেলতে দেখার সেই মুহূর্ত অনেকের কাছে অমলীন স্মৃতি হিসেবে থাকবে। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। কলকাতায় আসছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৪ঠা জুলাই মোহনবাগান ক্লাবে আসবেন তিনি।
শুধু তাই নয়, কলকাতায় এসে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। ৫ই জুলাই মাননীয় মন্ত্রী সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন মার্টিনেজ । সেখানে মারাদোনার মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এছাড়াও অল বেঙ্গল টাই ব্রেকার কনটেস্ট 'পাঁচে পাঁচ'-এর ফাইনাল দেখবেন তিনি।
এছাড়াও ওই দিনই সন্তোষ মিত্র স্কোয়ারে বাচ্চাদের সঙ্গে 'মাস্টার ক্লাস সিজিন উইথ কিডস' প্রোগ্রামে যোগ দেবেন তিনি। শুধু তাই নয়, সূত্রের খবর, এমি মার্টিনেজ জানিয়েছেন, কলকাতায় চ্যারিটি ফান্ড করা, সমর্থকদের সঙ্গে মেশা, বাচ্চাদের নিয়ে ফুটবল ক্লিনিক এমন অনেক ভাবনাই রয়েছে তাঁর। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।