এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে প্রকাশ্যে এল ২০২৩ এশিয়া কাপের ক্রীড়াসূচি। ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায় মোট ৬টি ম্যাচ হবে। এরপর সুপার ৪-এ খেলা হবে আরও ৬টি ম্যাচ। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। রোহিত শর্মার ভারতীয় দল এশিয়া কাপে প্রথম ম্যাচটি খেলবে ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
আরও পড়ুন- এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে এবার বড় বার্তা দিল বিসিসিআই
৩০ অগাস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ পাকিস্তান এবং নেপাল। ৩১ অগাস্ট বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।
ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে নেপালের বিরুদ্ধে সেপ্টেম্বরের ৪ তারিখ। ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি খেলা হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে।
আরও পড়ুন- স্বচ্ছ ট্রায়ালের আশায় দিল্লি উচ্চ আদালতে আবেদন অন্তিম-সুজিতের
সুপার ৪-এর ম্যাচগুলি হবে ৬ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর সুপার ৪-এর শ্রেষ্ঠ দুই দল খেলবে এশিয়া কাপের ফাইনালে।