বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে নজর কারলেন শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলনে সকলের নজর ছিল শ্রেয়াস আইয়ারের উপর। পিঠের চোটের কারণে এশিয়া কাপের সুপার ৪ এর পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেন নি শ্রেয়াস। বাংলাদেশ ম্যাচে খেলবেন কি না তা নির্ভর করছে তার ফিটনেসের উপর।
আরও পড়ুন- এশিয়ান গেমস থেকে কেন বাদ পড়লেন লালেংমাওইয়া আপুইয়া? জানুন এই বিশেষ কারণ
এদিন ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল ছিলেন শ্রেয়াস আইয়ার। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন, বিশেষত পিঠের। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় ৩০ মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী, স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দেন। শ্রেয়স ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, তিলক বর্মা এবং সুর্যকুমার যাদব।
জাডেজা এবং শার্দুলও ব্যাটিং অনুশীলনে মনোযোগ দেন। তবে এদিন ঐচ্ছিক অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পান্ডেয়া, জসপ্রীত বুমরাহ এবং অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপের সুপার ৪ রাউন্ডে পর পর তিনদিন ম্যাচ খেলে স্বাভাবিক ভাবেই ক্লান্ত ভারতীয় দল। বুধবার ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন। শরীরে যাতে বাড়তি চাপ না পরে সেই কারণেই এই অনুশীলনে হার্দিক পান্ডেয়া, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের নেটে অনুশীলন করতে দেখা যায়নি।
তবে ভারতীয় শিবিরে ইতিবাচক খবর হল শ্রেয়াস আইয়ারের চোট সারিয়ে অনুশীলনে ফেরা। কলম্বোয় তাঁর নেট অনুশীলনে ফেরা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তবে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে শ্রেয়াস খেলবেন কি না তা নির্ভর করছে ফিজিওর ফিটনেস রিপোর্টের উপর।