এশিয়া কাপ খেলতে এই তারিখে শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া খেলবে এশিয়া কাপ। ৫০ ওভারের এই অন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে ভালো ফল করে বিশ্বকাপের জন্য ধারাবাহিকতা বহন করতে চাইবে ভারতীয় দল।
আরও পড়ুন - ইন্টার মায়ামির হয়ে খেলে শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি
এশিয়া কাপের প্রস্তুতিতে বেঙ্গালুরুর আলুরের কেএসসিএ মাঠে কঠোর প্রস্তুতি শিবিরে রয়েছেন ভারতীয় দলের তারা খেলোয়াড়রা। রবিবার ছুটি পেলেও, দলগত বৈঠক ও ডেক্সা পরীক্ষার মাধ্যমে নিজেদের শারীরিক পরিস্থিতি দেখে নেন ক্রিকেটাররা।
যদিও মূল ফোকাস ছিল কেএল রাহুলের উপর, যিনি পুরো ফিটনেস পাওয়ার জন্য পরিশ্রম করছেন। সদ্য হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার সারার পর, পুরো ফিট হওয়ার জন্য কাজ করছেন রাহুল। দীর্ঘ সময় ধরে উইকেটকিপিং অনুশীলনের পর, ৩১ বছর বয়সী এই তারকা কিছুটা অস্বস্তিতে ভোগেন। যার ফলে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, রাহুলের সুস্থতার বিষয়ে কাজ করছে দলের মেডিকাল ইউনিট।
আরও পড়ুন - ১০ জন অধিনায়কের উপস্থিতিতে আহমেদাবাদে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
এদিকে পিঠের চোট থেকে সেরে ওঠা শ্রেয়াস আইয়ারও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। যেহেতু রাহুল চোটের জন্য ভারত-পাকিস্তান ম্যাচে অনিশ্চিত, সেক্ষেত্রে উইকেটের পিছনে দায়িত্ব নিতে পারেন ইশান কিশান, এদিকে সঞ্জু স্যামসন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রয়েছেন। নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারেন রাহুল।
পাশাপাশি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলা জসপ্রীত বুমরাহ সহ বাকি খেলোয়াড়রা সোমবার ম্যাচ অনুশীলনের জন্য যোগ দেবেন। আগামী ৩০ আগস্ট বুধবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল।
আরও পড়ুন - সোনাজয়ী থ্রোতেও সন্তুষ্ট নন নীরাজ, আরও ভালো করার আশ্বাস দিলেন
আগামী ২ নভেম্বর ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।