ভারতের বিরুদ্ধে ফাইনালে এই ম্যাচ উইনারকে নাও পেতে পারে শ্রীলঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলার ম্যাচ জিতে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা। রবিবার ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। কিন্তু সেই ফাইনালের আগে চিন্তা বাড়ল শ্রীলঙ্কা শিবিরে।
আরও পড়ুন - Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে এই একাদশে নামতে পারে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে ডানদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পান তারকা স্পিনার মহিষ থিকশানা। ফলে রবিবার ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে অনিশ্চিত এই স্পিনার। চোটের গুরুত্ব বোঝার জন্য শুক্রবার স্ক্যানের মধ্যে দিয়ে যাবেন থিকশানা।
এই স্ক্যানের ফলাফলে অনেকটাই নির্ভর করবে ফাইনালে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা কি কম্বিনেশনে দল বানায়। সাধারণত হ্যামস্ট্রিংয়ের চোট অত্যন্ত গুরুতর হয়। এর জেরে শ্রীলঙ্কার মেডিক্যাল স্টাফরা পরিস্থিতি বুঝে সঠিক চিকিৎসা ও রিহ্যাবের বিষয়ে পর্যালোচনা করবেন।
আরও পড়ুন - অবসর ভেঙে ক্রিকেটে ফিরে নয়া রেকর্ড গড়লেন বেন স্টোকস
শ্রীলঙ্কার ভক্তরা আশা করছেন, যাতে থিকশানার চোট গুরুতর না হয়, আর তিনি ভারতের বিরুদ্ধে ফাইনালে নিজের জাদু দেখান।