বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই ফাইনালের প্রস্তুতি সারলেন বিরাট-হার্দিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়া কাপের ফাইনালের আগে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দলের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছিল ভারত। তবে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে হেরে সতর্ক হবে ভারত।
শুক্রবার আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই রবিবারের ফাইনালের জন্য প্রস্তুতি সারেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই দুই তারকা প্রায় ৪০ মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করেন।
শুরুর দিকে, কোহলি একা অনুশীলন করছিলেন, প্রথম ১০ মিনিট কোনওরকম গার্ড ছাড়াই ব্যাটিং করছিলেন। সেই সময়ে, হার্দিক এসে কোহলিকে জিজ্ঞেস করেন যে তারা এক সাথে অনুশীলন করবেন না আলাদা। তখন বিরাট এক সাথেই অনুশীলন করার নিদান দেন। ফলে ১০ মিনিট পর, গার্ড পড়ে সঠিক উপায়ে ব্যাটিং অনুশীলন সারেন বিরাট কোহলি। এই অনুশীলনের সময়ে উপস্থিত ছিলেন দলের থ্রোডাউন বিশেষজ্ঞ তথা ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।
আরও পড়ুন - বাংলাদেশের বিরুদ্ধে হার কি ফাইনালের আগে চিন্তা বাড়াল? উত্তর দিলেন রোহিত শর্মা
৪০ মিনিটের ব্যাটিং সেশনে, রঘু ও বিক্রমের থ্রোডাউনে অনুশীলন করেন বিরাট। বেশ ভালো ছন্দে দেখা গিয়েছে তাকে, প্রায় প্রতিটা বল ব্যাটের মাঝখান দিয়ে খেলছিলেন। কেবল একবারই তিনি কুলদীপ যাদবের বলে বিট হন।
বিরাটের অনুশীলনের পরেও, হার্দিক ব্যাটিং চালিয়ে যান, যা প্রায় ৩০ মিনিট ধরে চলে। সেই সময়ে, তিনি রঘুকে নির্দেশ দেন গুড লেংথ এবং শর্ট পিচ লেংথে বল করতে, যেখানে বাকি বোলাররা ওভারপিচ বল করছিলেন।
আরও পড়ুন - কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ডার্বি হবে এই তারিখে
চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিলেন বিরাট। অন্যদিকে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বেশ ভালো ব্যাটিং করেছিলেন হার্দিক। টিম ইন্ডিয়ার ভক্তরা আশা করবেন, এই দুই তারকা আগামী রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করবেন।