এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, আসন্ন এশিয়া কাপ ২০২৩ এর জন্য আয়োজক দেশ পাকিস্তানে যাবে না ভারতীয় দল। বরং শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলবে রোহিত শর্মার ভারত। এবার এতে সরকারি শিলমোহর দিল বিসিসিআই।
বুধবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল এমনটাই জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি চিফ এক্সেকিউটিভস মিটের জন্য রয়েছেন ধুমাল, যেখানে বিসিসিআই সভাপতি জয় শাহ ও পিসিবির প্রতিনিধি প্রধান জাকা আশরাফ আগামী বৃহস্পতিবার হতে চলা আইসিসি বোর্ড মিটিংয়ে এশিয়া কাপের সূচি চুড়ান্ত করবেন।
এই নিয়ে এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেছেন, "আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সাথে দেখা করেছেন এবং আগের আলোচনা মতই এশিয়া কাপের সূচি চুড়ান্ত হওয়ার পথে রয়েছে। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে, তারপর শ্রীলঙ্কায় নয়টি ম্যাচ হবে, যার মধ্যে ভারত-পাকিস্তানের দুটি ম্যাচ সহ যদি ফাইনালে দুই দেশ মুখোমুখি হয় তাহলে সেই ম্যাচটি হবে।"
আরও পড়ুন - বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে সিরিজ মুঠোয় করল ভারতের মেয়েরা
এদিকে জল্পনা উঠেছিল যে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দাবি করেছেন ভারত পাকিস্তানে আসবে খেলতে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ধুমাল।
তিনি বলেছেন, "এরকম কোনও আলোচনাই হয়নি। না ভারত পাকিস্তান যাচ্ছে, না আমাদের সচিব সে দেশে যাবে। কেবল সূচিই চুড়ান্ত হয়েছে।"
সব কিছু ঠিকঠাক থাকলে, ২০১০ সালের মত শ্রীলঙ্কার ডাম্বুলায় এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এদিকে ঘরের মাঠে এশিয়া কাপে পাকিস্তানের কেবল নেপালের বিরুদ্ধে পড়তে চলেছে। এছাড়া পাকিস্তানে হতে চলা বাকি তিন ম্যাচ হতে চলেছে আফগানিস্তান বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।