এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এশিয়ান গেমসের নেপাল- মঙ্গোলিয়া ক্রিকেট ম্যাচ আর তাতেই একের পর এক রেকর্ড ভাঙল নেপালের ক্রিকেটাররা। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে নেপাল। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান! টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথমবার ৩০০ রান টপকাল কোনও দেশ। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ২৭৮ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের দখলে রেখেছিল।
তবে শুধু সর্বোচ্চ রানই নয়। যুবরাজ সিংয়ের দুর্দান্ত একটি রেকর্ডও এদিন ভেঙে দিলেন নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং। মাত্র ৯ বলে করলেন অর্ধশতরান। ভাঙলেন ১৬ বছরের পুরনো যুবরাজের রেকর্ড। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ ১২ বলে অর্ধশতরান করেছিলেন। এটিই আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের রেকর্ড ছিল।
আরও পড়ুন- এশিয়ান গেমসে সোনা জয় ভারতের মহিলা শুটারদের
অন্যদিকে নেপালের আরও এক ব্যাটার, কুশল মাল্লা মাত্র ৩৪ বলে শতরান করে ভাঙলেন রোহিত শর্মা এবং ডেভিড মিলারের রেকর্ড। রোহিত এবং মিলার ৩৫ বলে শতরানের রেকর্ড গড়েছিলেন।
দ্রুততম অর্ধশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ডও এদিন গড়লেন দিপেন্দ্র সিং। ১০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে তাঁর স্ট্রাইকরেট ৫২০।