এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের ফ্যান ভারত তথা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। অনেকেই তাঁর ডায়লগের নকল করেন, অনেকে তাঁর বিখ্যাত নাচের স্টেপ নকল করেন, আবার অনেকে তাঁর সিনেমার গান গুণগুণ করেন। তবে এবার কোনও সাধারণ মানুষ নয়, জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের ফুটবলাররা নকল করলেন শাহরুখ খানের।
আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্সের নতুন সদস্য নুয়ান থুসারা: দ্য ‘জুনিয়র লাসিথ মালিঙ্গা’!
লিরয় সানে, সার্জে গ্যানার্বি সহ একাধিক তারকা ফুটবলার শাহরুখ খানের সিনামের ডায়লগ নকল করেন। বায়ার্ন মিউনিখের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানেই দেখা যায় সেই চমকদার ভিডিও।
ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রসঙ্গত শীঘ্রই শাহরুখ খানের নতুন সিনেমা ডানকি রিলিজ করবে বড় পর্দায়। আর তার আগে এই ভিডিও শাহরুখ ভক্তদের অবশ্যই আনন্দ দেবে।