BCC&i আয়োজিত কর্পোরেট ফুটসল গোল্ড কাপ! কর্পোরেটদের লড়াই জিতল কে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত ৯ এবং ১০ সেপ্টেম্বর নিউ আলিপুরের টার্ফ এস্কেল-এ আয়োজিত হয় দুর্দান্ত কর্পোরেট ফুটসল টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থা। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে 'দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'( BCC&i)।
BCC&i আয়োজিত কর্পোরেট ফুটসল গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর টিম '১'। ফাইনালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর টিম '২'-কে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নেয় টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর টিম '১'।
আরও পড়ুন- একদিনের ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা
জমজমাট এই ফুটসল টুর্নামেন্টে অংশগ্রহণ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এলটিআইমাইন্ডট্রি, পিএস গ্রুপ, টেকনো ইন্ডিয়া গ্রুপ, গ্লোবসিঙ্ক এলএলপি, বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড, সেলভেল ওয়ান, আরটি নেটওয়ার্ক সলিউশন, সেনকো গোল্ড অ্যান্ড ডাইমন্ড, এক্সাইড ইন্ডাস্ট্রি লিমিটেড ইত্যাদি বিখ্যাত কর্পোরেট সংস্থা।
আরও পড়ুন- ভারতীয় ফুটবল দলের সাফল্যের নেপথ্যে কি জ্যোতিষী?
টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর টিম '১' দলের বেলাওয়াল মুমতাজ। গোল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হন এলটিআইমাইন্ডট্রি এর শুভ ঘোষ। টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হন টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর টিম '১' দলের মনজিত দে।
প্রসঙ্গত কর্পোরেট ফুটসল গোল্ড কাপের ম্যাচ কমিশনার ছিলেন এআইএফএফ-এর অপরূপ চক্রবর্তী।