এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতে হতে চলা আসন্ন আইসিসি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়েছে। দেশের মোট ৮টি শহর জুড়ে হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। কিন্তু এর জেরে বিশ্বকাপের ম্যাচ না পাওয়া বাকি রাজ্য ক্রিকেট সংস্থাগুলি খুব একটা খুশি নয়। কেউ কেউ এই নিয়ে নিজেদের অভিমানও প্রকাশ করেছে।
আরও পড়ুন - বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারল না চারবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ
এই পরিস্থিতিতে এই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে মানাতে বিশেষ ব্যবস্থা করতে চলেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ একটি ভাবনা তুলে ধরেছেন, যেখানে বিশ্বকাপের ম্যাচ না পাওয়া রাজ্যগুলিতে ভারতের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের ম্যাচ দেওয়া হতে পারে।
এই নিয়ে রাজ্য সংস্থাগুলিকে চিঠি দিয়েছেন জয় শাহ। আর সচিবের এই পরিকল্পনার সাথে সহমত পোষণ করেছে আট বিশ্বকাপ আয়োজনকারী ভেন্যু, যা হল চেন্নাই, আহমেদাবাদ, দিল্লি, ধর্মশালা, কলকাতা, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও লখনউ।
এদিকে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া গুয়াহাটি ও তিরুবনন্তপুরমও ভারতের ওয়ানডে সিরিজ আয়োজনের সুযোগ পাবে।
বলা বাহুল্য, সমস্ত রাজ্য সংস্থাগুলির সাথে আলোচনায় বসেছিলেন জয় শাহ। সেই আলোচনায় বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ আয়োজনকারী আট ভেন্যুকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ঘরের মাঠে ভারতের আসন্ন ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচগুলি আয়োজন তারা করতে পারবে না।