ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর কাহিনী ছড়িয়ে দিতে বিশেষ পুস্তক প্রকাশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বিষয়ে আমরা কতটুকুই বা জানি। তবে এবার এই কিংবদন্তির বিষয়ে জানতে বড় উদ্যোগ নিল সেন্ট্রাল ক্যালকাটা ভেটারেন্স স্পোর্টস ক্লাব স্মারক কমিটি। গত ২৫ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যশালী হেয়ার স্কুলের সভাঘরে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর কর্মজীবনের অজানা কাহিনী সম্বলিত পুস্তক প্রকাশ করা হল।
বইটির নাম ‘ভারতের ফুটবলের জনক ক্রীড়াসম্রাট নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী’, এটি সম্পাদনা করেছেন কমিটির সম্পাদক বিশ্বপতি নাথ মিত্র। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাতি ময়ূখচন্দ্র সর্বাধিকারী, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার, ফুটবল প্রশিক্ষক অনন্ত ঘোষ, শিশির রায়, প্রকাশ মল্লিক, প্রবীর সাহা, সোমনাথ বসু, দেবাশিস ভট্টাচার্য, বিশিষ্ট ফুটবল গবেষক ড. শুভ্রাংশু রায়, আর্য কমল মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বিষয়ে নানা কাহিনী ও কর্মকান্ডের স্মৃতিচারণ করা হয়। স্কুলের বইয়ে নগেন্দ্র প্রসাদের জীবনকাহিনী তুলে ধরার দাবিও তোলা হয়। সভার শেষের দিকে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে ৫০০টি বই কেনা হবে।
এরপর হেয়ার স্কুলের মাঠে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। বলা বাহুল্য, এই মাঠেই রাগবি বল নিয়ে ফুটবল খেলা শুরু করেছিল আট বছরের নগেন্দ্রপ্রসাদ সহ অসংখ্য ছাত্র।
এই বইটি নিয়ে সম্পাদক বিশ্বপতি নাথ মিত্র বলেন, "বহু পরিশ্রম করে প্রায় আড়াই বছর ধরে তিলে তিলে নানা জায়গা থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে এই বই তৈরি করা হয়েছে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরিবারের মানুষদের কাছে পৌঁছে তিনি শুনেছেন ভারতের ফুটবল জনকের জীবনের বহু অজানা কথা। লিপিবদ্ধ করেছেন তাঁর জীবনের শেষ দিনগুলিকে। আত্মবিস্মৃতির দায় থেকে বাঙালিকে মুক্ত করবার এই উদ্যোগ সফলতা পাক। বইটি পাঠকধন্য হয়ে উঠলেই এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।"