এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মহামেডান ক্লাবে বাঙ্কারহিল এখন অতীত, শোনা যাচ্ছে যে সাদা-কালো ব্রিগেডের নতুন ইনভেস্টর হতে চলেছে টয়াম সংস্থা। এছাড়াও শোনা যাচ্ছে যে টয়াম সংস্থার আগমনে ভবিষ্যতে আইএসএলও খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বাঙ্কারহিল জমানা শেষ হলেও বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং, মহামেডান ক্লাবে থাকছেন নতুন রূপে।
শোনা যাচ্ছে যে, রবিবার বিকালে টয়াম সংস্থার কর্মকর্তাদের সাথে মহামেডান ম্যানেজমেন্টের এক প্রস্থ আলোচনা হয় নতুন ইনভেস্টরজনিত বিষয়গুলি নিয়ে। এবং যা খবর, সম্ভবত ক্লাবের ৫১% শেয়ার টয়ামকে ছাড়বে মহামেডান ক্লাব। এর আগে শোনা গিয়েছিল যে কর্মকর্তাদের একাংশ ৫০% এর বেশি শেয়ার ছাড়তে রাজি ছিলেন না তবে ৫১% শেয়ার দেওয়ার ক্ষেত্রে মনস্থ হয়েছে মহামেডান কর্মকর্তারা।
তবে বাঙ্কারহিল চলে গেলেও দীপক কুমার সিং থাকছেন কীভাবে? যেটুকু শোনা যাচ্ছে, মহামেডান ক্লাব এবং টয়ামের মিলিত যে কোম্পানি তৈরি হবে সেখানে সম্ভবত সিইও হিসাবে কাজ করবেন দীপক কুমার সিং। এছাড়াও মহামেডান ক্লাবের কার্যকরি কমিটির সদস্য দীপক। এবার সম্ভবত সিইওর ভূমিকায় কাজ করবেন তিনি।