আগস্টের মাঝে শুরু হবে কলকাতা লিগ, আইএফএর বৈঠকে গরহাজির এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে ফিরছে কলকাতা লিগ। গত বছরের বিরতির পর আবারও কলকাতা ময়দানে নামছে ফুটবল। বৃহস্পতিবার আইএফএ এর বৈঠকে উপস্থিত হয় ময়দানের একাধিক ক্লাবের শীর্ষকর্তারা। এবং সেখানে ঠিক হয়, আগস্টের মাঝামাঝি সময় থেকে শুরু হবে কলকাতা ফুটবল লিগ।

এই বৈঠকে এটিকে-মোহনবাগানের তরফ থেকে হাজির ছিলেন ডিরেক্টর দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের তরফ থেকে এসেছিলেন মহম্মদ কামারুদ্দিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনও কর্তাই আসেননি এই বৈঠকে। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদারকে চিঠি পাঠায় বৈঠকে আসার জন্য। কিন্তু কোনও কর্তাই হাজির হননি।

যদিও এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার আইএফএ সচিবকে ফোন করে বৈঠকের যাবতীয় তথ্য জেনে নেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এই বৈঠকে আসতে না পারলেও আগামী দিনের বৈঠকে উপস্থিত হবেন।

এদিকে বৈঠকে স্থির হয়, এবারের কলকাতা ফুটবল লিগে কোনও অবনমন থাকবে না। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, সমস্ত ম্যাচ দর্শকশূন্য মাঠেই খেলা হবে। এদিকে সিএফএলে করোনা সুরক্ষিত পরিবেশ তৈরি করার বিষয়েও নিশ্চয়তা দিয়েছে আইএফএ।