এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন আইএসএল এবং এএফসি কাপের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ শুরু হতেও আর এক সপ্তাহ বাকি নেই। দলের নতুন দেশি-বিদেশি ফুটবলাররা অর্থাৎ জেসন কামিংস, সাদিকু, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদরা মোহনবাগান মাঠে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। অনুশীলন করছেন ফ্লোরেন্টিন পোগবাও। বৃহস্পতিবার রাতে শহরে চলে এসেছেন হ্যামিল এবং খুব শীঘ্রই চলে আসবেন দিমিত্রি পেত্রাতোস। তবে এর মধ্যেই মোহনবাগান ছাড়লেন অভিজ্ঞ বিদেশি মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ।
আরও পড়ুন- এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রসঙ্গত সবুজ মেরুন ব্রিগেডের গত মরশুমে আইএসএল জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাকহিউ। দলের সবচেয়ে পুরনো ফুটবলারও ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি রক্ষণ ভাগের দায়িত্বও সামলান কার্ল। তাঁর আচমকা দলবদল, চমকে দিয়েছে ভারতীয় ফুটবল মহলকে। শোনা যাচ্ছে এফসি গোয়ায় যোগ দিতে চলেছেন ম্যাকহিউ। গোয়ার পঞ্চম বিদেশি হিসাবে সই করবেন তিনি।
আরও পড়ুন- এশিয়ান গেমস এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপ নিয়ে বড় বার্তা কোচ ইগর স্টিমাচের
ম্যাকহিউ-এর দল বদলের খবরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তবে কি পোগবার উপরই ভরসা করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট? যা শোনা যাচ্ছে, ভালো মানের একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজে মোহনবাগান, যিনি আনোয়ার আলির সাথে জুটি বেঁধে সামলাবেন মোহনবাগান রক্ষণ।