ইন্দোনেশিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার জাকার্তায় সুপার ১০০০ সিরিজ ইন্দোনেশিয়ান ওপেন জিতলেন ভারতীয় জুটি চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সু উই ইকাকে স্ট্রেট সেটে হারাল তারা।
আরও পড়ুন - বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের পথে ভারত, সমস্যা এক জায়গায়!
ফাইনালে মালয় জুটিকে ২১-১৭, ২১-১৮ ফলে হারান চিরাগ-সাত্ত্বিক। এর ফলে প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়ান ওপেন খেতাব জিতলেন তারা। এর আগে সেমি ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক ও সেও সিউং জায়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে এই ভারতীয় জুটি।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা চিরাগ-সাত্ত্বিক দেশের ব্যাডমিন্টনের সফলতম জুটি হিসেবে তুলে ধরেছেন। এর আগে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক ও গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তারা।