জায়ান্ট ইউনাইটেড ফুটবল একাডেমি ভবিষ্যতের দীপেন্দু বিশ্বাস তৈরি করার পথে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চম্পাহাটির ছেলে মোহনবাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, তারই এলাকায় আরো প্রতিভার খোঁজে এবার আধুনিক ফুটবল একাডেমি। আধুনিক ফুটবলের অঙ্গীকার নিয়ে জায়ান্ট ইউনাইটেড ফুটবল একাডেমির উদ্বোধন হয়ে গেল। দেবরাজ চ্যাটার্জি ময়দানের পরিচিত মুখ। খিদিরপুর, বিএসএস ক্লাবে কোচিং করিয়েছেন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে। মহামেডান স্পোর্টিং ক্লাবের ইউথ ডেভলপমেন্ট সামলেছেন এখন রয়েছেন ইউনাইটেড স্পোর্টসের ডেভলপমেন্ট লিগের দলের দায়িত্বে। তিনিই এই কর্মকাণ্ডের মূল হোতা।
আরও পড়ুন-সহজ গোলের সুযোগ নষ্ট! ওড়িশাকে টপকে লিগ শীর্ষে যাওয়া হল না মোহনবাগানের
উত্তর চম্পাহাটি তরুণ সংঘের সহায়তায় চম্পাহাটি রেল মাঠে শুরু হল এই ফুটবল একাডেমি। জাতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে, সেকারণে অতীতের চার বিখ্যাত বাঙালি ফুটবলার যাঁরা তিন প্রধানে দাপিয়ে খেলেছেন, খেলেছেন মহার্ঘ্য জাতীয় দলে সেই চার ফুটবলার অমিত ভদ্র, বাসুদেব মন্ডল, দীপেন্দু বিশ্বাস, অনিত ঘোষের হাত ধরে উদ্বোধন হল, বাংলার ভবিষ্যত গড়ার স্বপ্ন!
অমিত ভদ্র বলেন" মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস এই এলাকার ছেলে ভবিষ্যতে এমন আরও ফুটবলার আসুক এই মাটি থেকে। "
বাসুদেব মন্ডল বলেন " আমি দেবরাজ চ্যাটার্জিকে চিনি অন্য পাঁচটা একাডেমির থেকে এই একাডেমি আলাদা কারণ দেবরাজ ছেলেদের তৈরি করতে জানে "
দীপেন্দু বিশ্বাস বলেন " জায়ান্ট ইউনাইটেড ফুটবল একাডেমি র ছেলেদের জন্যে মহামেডানের বয়স ভিত্তিক দলের দরজা খোলা, যোগ্যতার ভিত্তিতে সবাই সুযোগ পাবে"
অনিত ঘোষ বলেন " এই একাডেমি সফল হবে কারণ দেবরাজ আছে। একাডেমি এগিয়ে যাক, অনেক ফুটবলার উঠে আসুক "
প্রধান প্রশিক্ষক দেবরাজ চ্যাটার্জি বলেন, "আধুনিক ফুটবলের অঙ্গীকার থাকল, ভবিষ্যত প্রজন্মের জন্যে। "
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি বারুইপুর পুরসভার চেয়ারম্যান, শক্তি রায়চৌধুরী|
এখানে একাডেমির নতুন জার্সির উদ্বোধন হল।