উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ! জানুন আসল কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে বড় এই ইভেন্ট নিয়ে ইতিমধ্যে ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে উন্মাদনার। তবে বিশ্বকাপ শুরুর আগে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিসিসিআই এর কোনও রকম পরিকল্পনা ছিলনা।
আরও পড়ুন- বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-১ গোলে হার ইস্টবেঙ্গলের
আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা থাকলেও বিশ্বকাপের কেন নেই? সেই নিয়ে উঠছে প্রশ্ন। আইপিএল এর ম্যাচ সন্ধ্যায় শুরু হয় সেই কারণেই উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হত৷ কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুরু হবে দিনের বেলায়৷ আর সেই কারণেই কোনও রকম পরিকল্পনা করা হয়নি বলে জানানো হয়েছে বিসিসিআই এর তরফে।
উদ্বোধনী অনুষ্ঠান না হলেও বিসিসিআই এর তরফে গতকাল 'ক্যাপ্টেনস ডে' এর ব্যবস্থা করা হয়। যেখানে ১০ টি দেশের অধিনায়ক উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ট্রফির সাথে তাঁদের ছবিও তোলা হয় এবং সাংবাদিক সম্মেলনেও উপস্থিত থাকেন রোহিত শর্মা সহ বাকি ৯ টি দেশের অধিনায়কেরা।