পি. সেন মেমোরিয়াল আমন্ত্রণমূলক টুর্নামেন্ট ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব। ফাইনালে তারা মহামেডান স্পোর্টিং ক্লাবকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ম্যাচে ইস্টবেঙ্গল তাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখায়।
আরো পড়ুন...গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই মরশুমে দল বদলেছেন, হয়েছেন পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব এই বছর সই করিয়েছে তাকে। অধিনায়ক হয়ে শুধু পাঞ্জাবকে খেতাব জেতানোই লক্ষ্য নয়, নিজের ব্যাটিংয়ে উন্নতি করে টি২০ আন্তর্জাতিক দলে ফিরে আসতে চান শ্রেয়াস।
আরো পড়ুন...চেন্নাই সুপার কিংসের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসারের দুরন্ত বোলিং গত মরশুমে নজরকাড়া ছিল, বিশেষ করে লাসিথ মালিঙ্গার মত বোলিং অ্যাকশনে ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে পাথিরানার। তবে সেই পাথিরানাকে উড়িয়ে দিচ্ছেন ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি।
আরো পড়ুন...আগামী ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই ম্যাচ আয়োজনকে গিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সেই দিন বিজেপির তরফ থেকে গোটা রাজ্যজুড়ে রামনবমী উপলক্ষ্যে ২০ হাজারের বেশি মিছিল বেরোনোর কথা। এর ফলে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা, সে নিয়ে সংশয় রয়েছে।
আরো পড়ুন...মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০২৫ আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব দলকে নেতৃত্ব দেবেন। ভারতের জাতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছেন, তবে ব্যাট হাতে তিনি খুব একটা ছন্দে ছিলেন না। পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান করতে পেরেছেন।
আরো পড়ুন...পরাজয় আর পাকিস্তান যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফর্মেন্সের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টিটোয়েন্টি ম্যাচেও পরাজিত পাকিস্তান। শুধু তাই নয়! পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি এক ওভারে চার ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়লেন।
আরো পড়ুন...আইপিএলে নিজেদের আবির্ভাবের পর কেএল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস প্লেঅফসে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হতে রাহুলকে সরিয়ে ঋষভ পন্থকে রেকর্ড দামে কিনে অধিনায়ক করিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। আর এসেই দলকে কড়া বার্তায় নিজেদের লক্ষ্য বুঝিয়ে দিলেন পন্থ।
আরো পড়ুন...আগামী শনিবার আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে শক্তিশালী দল গড়েছে আরসিবি, সাথে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন রজত পাতিদার। তবে এই দলে অভিভাবকের ভূমিকা পালন করবেন বিরাট কোহলি, তা বলাই যায়।
আরো পড়ুন...