রোহিতের পর এবার অবসরের জল্পনা উড়িয়ে দিলেন এই তারকা ভারতীয় ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, অনেকে ভেবেছিলেন ভারতীয় দলের কয়েকজন তারকা অবসর নিতে পারেন ৫০ ওভারের ফর্ম্যাট থেকে। কিন্তু ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেই জল্পনা উড়িয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের পথ ধরেই আরও এক তারকা ক্রিকেটার উড়িয়ে দিলেন অবসরের জল্পনা।
তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "অপ্রয়োজনীয় কোনও জল্পনা ছড়াবেন না। ধন্যবাদ।" যার মাধ্যমে বুঝিয়ে দিলেন, এখনই তিনি অবসর নেবেন না।
ফাইনালের আগে নানান জল্পনা এসেছিল, যেভাবে টি২০ বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছিলেন সেই ফর্ম্যাট থেকে, তেমনই হয়ত ৫০ ওভারের ফর্ম্যাট থেকে অবসর নেবেন জাদেজা। এমনকি, ফাইনালে জাদেজা নিজের ১০ ওভারের কোটা পূরণ করার পর যেভাবে বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন, তাতে সেই জল্পনা আরও বেড়েছিল। তবে সেই জল্পনাকে ভুল প্রমাণ করলেন খোদ জাড্ডু।
ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই তারকা অলরাউন্ডফার। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে সেট হতে থাকা টম লাথামের উইকেট নিয়েছিলেন জাদেজা। ব্যাট হাতে নেমে জয়সূচক রানটিও তিনি করেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উল্লেখযোগ্য পারফর্মেন্স না করলেও মাঝের ওভারগুলিতে বড় দায়িত্ব পালন করেছিলেন জাদেজা। প্রতিযোগিতায় মোট ৪২ ওভার বল করে ৪.৩৫ ইকোনমি রেটে ১৮৩ রান দেন তিনি, তবে মাত্র ৫টি উইকেট নিয়েছেন জাদেজা।