লজ্জার ম্যাচ হেরে প্রাক্তন নাইট অধিনায়কের কাছে অকপট এই স্বীকারোক্তি রাহানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জাজনকভাবে ম্যাচ হারার পর কেকেআর অধিনায়কের মুখে দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে অকপট স্বীকারোক্তি। ম্যাচে শেষে দুই দলের সৌজন্য বিনিময়ের সময়, নাইট রাইডার্সে ক্যাপ্টেন রাহানে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়সকে বললেন "কী ফালতু ব্যাটিং" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
মুল্লানপুরে ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় রাহানে-শ্রেয়াস যখন হাত মেলাচ্ছেন তখন শ্রেয়াসকে মরাঠিতে রাহানে বলেন, “ক্যা ফালতু ব্যাটিং কালি আন আমি?” বাংলায় এই কথার অর্থ, “কী ফালতু ব্যাট করলাম আমরা। তাই না?” শ্রেয়াসও পাল্টা কিছু একটা বলেন। তিনি কী বলেছিলেন তা শোনা যায়নি।
পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের বোলাররা অসাধারণ বোলিং করেছিলেন। ১১১ রানে অলআউট হয় তারা। তবে নাইট বোলারদের সব পরিশ্রমে জল ঢেলে দেন কেকেআরের ব্যাটাররা। সব মিলিয়ে কেকেআর অধিনায়ক চরম বিরক্ত দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে।