এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজে এখনও বড় রান করেননি তিনি। কিন্তু তা কি আদৌ গুরুত্বপূর্ণ? মাঠে হোক বা মাঠের বাইরে, সব সময় তিনি খবরের শিরোনামে থাকেন। আপনি অনুমান করতে পারেন তিনি কে? তিনি রোহিত শর্মা নন। না, তিনি জসপ্রিত বুমরাহ বা বিরাট কোহলিও নন। তিনি হলেন বর্তমান সময়ের ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ঋষভ পন্থ। ব্রিসবেন টেস্টের প্রথম দিনে তাঁকে ঘিরে উচ্ছ্বাস সেটিই স্পষ্ট করে দিয়েছে। ভাইরাল ভিডিওটি দেখলে আপনার মন গর্বে ভরে উঠবে।
তৃতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে গেলেও, গাব্বার আইকনিক মাঠে ছোট্ট সেই মুহূর্তই ঋষভ পন্থের ঐতিহাসিক কীর্তির স্মৃতিকে আবার উজ্জীবিত করেছে। ভক্তরা তাঁর মুখোশ পরে, তাঁর নামে স্লোগান দিয়ে এই ক্রিকেট নায়ককে উদযাপন করেছেন। গাব্বা সেই বিশেষ জায়গা যেখানে পন্থ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস উপহার দিয়েছিলেন।
গাব্বায় ঋষভ পন্ত: একটি কিংবদন্তি অধ্যায়
পন্থের সঙ্গে গাব্বার সম্পর্ক যেন এক কিংবদন্তি অধ্যায়। ২০২০-২১ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই মাঠেই তিনি ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছিলেন। মাঠে ফিরে এসে পন্থ জানিয়েছেন, এই জায়গা তাঁকে ইতিবাচক শক্তি আর অমলিন স্মৃতি ফিরিয়ে দেয়। ভক্তদের উচ্ছ্বাস আর "উই লাভ ইউ, ঋষভ পন্থ" স্লোগান গাব্বাকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে একটি বিশেষ জায়গায় স্থাপন করেছে।
Crowd with Rishabh Pant masks at Gabba ????????
— Riseup Pant (@riseup_pant17) December 14, 2024
AURA ♾️ #RishabhPant #Cricket #INDvsAUS pic.twitter.com/7EU5eoHqR5
পন্থের অস্ট্রেলিয়া-যাত্রা শুরু হয়েছিল এসসিজি থেকে। সেখানে ১১৮ বলে তাঁর ৯৭ রানের বিধ্বংসী ইনিংস ৪০৭ রান তাড়া করার স্বপ্ন জাগিয়েছিল। যদিও সেই ম্যাচ ড্র হয়, কিন্তু গাব্বার নায়কোচিত ইনিংসের ভূমিকা সেখানেই তৈরি হয়েছিল।
এরপর গাব্বায় পন্থ অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে ভারতের ৩২৮ রানের ঐতিহাসিক রান তাড়া করে ম্যাচ জেতান। এই ইনিংস অস্ট্রেলিয়ার গাব্বায় ৩২ বছরের অপরাজিত রেকর্ডও শেষ করেছিল। সেই জয়ের মাধ্যমে ভারত দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে এবং পন্থ বিশ্বক্রিকেটে এক "ক্লাচ পারফরমার" হিসেবে খ্যাতি অর্জন করেন।
Aussie fans with RishabhPant masks???? #RishabhPant #Cricket #INDvsAUS pic.twitter.com/TGw9X5p06P
— Riseup Pant (@riseup_pant17) December 14, 2024
চলতি সিরিজে নতুন প্রত্যাশা
বর্তমান বর্ডার-গাভাস্কার ট্রফি ১-১ সমতায় রয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পন্থের আরেকটি অসাধারণ ইনিংসের জন্য। গাব্বায় তাঁর উপস্থিতি সিরিজের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। সবাই আশা করছেন, তিনি আবার গাব্বার সেই জাদু উপহার দিয়ে ভারতের সিরিজ জয়ের পথ সুগম করবেন।
যদিও প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভার খেলা হয় এবং কোনো উইকেট পড়েনি, তবে দ্বিতীয় দিনের জন্য উন্মাদনা তুঙ্গে। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব দৃষ্টি থাকবে ঋষভ পন্থের ওপর। কারণ গাব্বার সঙ্গে তাঁর এই অমলিন সম্পর্ক চিরকাল ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে।