আইপিএল শুরুর আগে বড় ধাক্কা গোয়েঙ্কার লখনউয়ের! চোট পেলেন ১১ কোটির তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের জন্য দুর্ধর্ষ দল তৈরি করেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস দল। কিন্তু প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে বড়সড় ধাক্কা খেল সুপার জায়ান্টস। চোটের জন্য আইপিএলের প্রথমার্ধ খেলতে পারবেন না তরুণ পেসার মায়াঙ্ক যাদব।
জানা গিয়েছে, লাম্বার স্ট্রেস চোট সারাচ্ছেন মায়াঙ্ক। যার জন্য তিনি এই মুহুর্তে রয়েছেন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। গত অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক করার পর চোট পেয়েছিলেন মায়াঙ্ক।
যদিও মায়াঙ্ক কবে ফিরবেন, সে নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ নেই। বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফিরে আসতে পারবেন মায়াঙ্ক।
মেগা নিলামের আগে মায়াঙ্ককে ১১ কোটি টাকায় রিটেইন করেছিল লখনউ সুপার জায়ান্ট। মূলত লাগাতার ১৫০ কিমি গতিতে বল করার ক্ষমতার জন্য নজর কেড়েছিলেন মায়াঙ্ক। নিজের আইপিএল কেরিয়ারের প্রথম দুই ম্যাচে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।