আইপিএল শুরুর আগে আয়োজকদের এই বিশেষ আর্জি জানাল কেন্দ্রীয় সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিনের মধ্যে শুরু হবে আইপিএল ২০২৫। তবে তার আগে আইপিএলকে বিশেষ নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আসন্ন আইপিএলে সকল ধরণের তামাক ও মাদকজাতীয় বিজ্ঞাপন সহ ম্যাচ চলাকালীন স্টেডিয়াম চত্বরে সারোগেট প্রোমোশন ও সর্বভারতীয় টেলিভিশনে এই ধরণের প্রচার চালানোর জন্য আয়োজকদের আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রালয়।
এই নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, যেখানে তিনি আর্জি জানিয়েছেন, প্রতিযোগিতা চলাকালীন তামাক ও মাদকদ্রব্য বিক্রয়ে স্টেডিয়াম চত্বরে নিষেধাজ্ঞা জারি করার। এই চিঠিতে ভারতে অসংক্রামক রোগ বৃদ্ধির ক্রমবর্ধমান পরিস্থিতির কথা তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে ক্যানসার, ফুসফুসে রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, যা দেশে বার্ষিক মৃত্যুর ৭০ শতাংশের জন্য দায়ী।
চিঠিতে লেখা হয়েছে, "তামাক ও মাদক এই অসংক্রামক রোগের অন্যতম বড় কারণ। বিশ্বজুড়ে তামাক জড়িত মৃত্যুতে আমরা দ্বিতীয় স্থানে, যেখানে বছরে ১৪ লক্ষের কাছাকাছি মৃত্যু ঘটে। এই কারণে, আইপিএলের উচিত এমন ধরণের নিয়ম জারি করা, যেখানে সমস্ত রকমের তামাক ও মাদক জাতীয় বিজ্ঞাপন থেকে শুরু করে স্টেডিয়াম চত্বরে বিক্রি ও সর্বভারতীয় টেলিভিশনে সম্প্রচারে এমন জিনিস দেখানো নিষিদ্ধ করা যায়।"