এতদিন দ্রাবিড়, শাস্ত্রীরা যা করেননি এবার সেটাই করতে চলেছেন গৌতম গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী তিন মাস কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না ভারত। খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকলেও গম্ভীর ছুটবেন অন্য দেশে। কিন্তু কেন?
২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। এরপর ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৭ আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ শুরু করে দিতে চাইছেন গৌতম গম্ভীর।
২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজে প্রস্তুতির জন্য গম্ভীর আগেই ইংল্যান্ড যাবেন। রিপোর্ট অনুসারে, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা টেস্ট সফরের আগে গম্ভীর ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় এখন সেটা দেখার বিষয়। কারণ, ভারত ‘এ’ দলে এখন পাকাপাকি কোনও কোচ নেই। যদি গম্ভীর এই দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যান, তাহলে বিসিসিআই তাঁকে কোন ভূমিকায় সেখানে পাঠায় সেটা হবে দেখার বিষয়।
রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর থেকে ভারত ‘এ’ এবং অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের উপর দেওয়া রয়েছে। এই প্রথম, মূল দলের কোচ ভারত 'এ' দলের সফরে নিজেকে যুক্ত করতে চলেছেন বলেই খবর। রিপোর্টে আরও বলা হয়েছে গম্ভীর আগামী দুই বছরের জন্য একটি অল ফরম্যাট রোডম্যাপ তৈরি করছেন।