কমিটমেন্টের আরেক নাম রাহুল দ্রাবিড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কমিটমেন্টের আরেক নাম রাহুল দ্রাবিড়। পায়ে ক্র্যাচ নিয়েও দলের অনুশীলনে হাজির হলেন তিনি। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর প্রতিযোগিতা শুরুর আগেই চমকে দিলেন রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড়। পায়ে চোট নিয়েও দলের অনুশীলনে হাজির হলেন তিনি।
গল্ফ কার্টে করে মাঠে আসার পর ক্র্যাচের সাহায্যে দাঁড়িয়ে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে পরামর্শ দিতে দেখা যায় ভারতের প্রাক্তন কোচকে।রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের চোটের খবর জানিয়ে তাঁর এই দায়িত্ববোধের প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায়, ক্র্যাচে ভর দিয়েই তিনি তরুণ ক্রিকেটারদের গাইড করছেন। তাঁর এই কমিটমেন্ট দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলার সময় চোট পান দ্রাবিড়। তিনি এবং তাঁর ছেলে অন্বয় মিলে বিজয়া ক্রিকেট ক্লাব (মালুর)-এর হয়ে ইয়ং লায়ন্স ক্লাব-এর বিপক্ষে একটি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে দ্রাবিড় ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১০ রান করেন এবং অন্বয়ের সঙ্গে ১৭ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাচ চলাকালীনই তিনি চোট পান এবং তখন থেকেই ক্রাচের সাহায্য নিচ্ছেন।