গাভাস্কারকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন ইনজামাম-উল-হক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত, আর এই নিয়ে গোটা ভারতীয় ক্রিকেটমহল উৎসবে মেতেছে। কিন্তু আয়োজক দেশ তথা প্রতিবেশী পাকিস্তানে যেন হতাশার ছায়া। আর তারই বড়সড় বহিঃপ্রকাশ ঘটল প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হকের তরফ থেকে, যেখানে তিনি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারকে মুখে লাগাম দিতে বলেছেন।
এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে দাপটে হারানোর পর সুনীল গাভাস্কারের একটি মন্তব্য পছন্দ হয়নি ইনজামামের। সেই ম্যাচের পর গাভাস্কার বলেছিলেন, "আমার মনে হয় ভারতের দ্বিতীয় সারির দলও পাকিস্তানকে বিপদে ফেলবে। তৃতীয় সারির দল কতটা পারবে, সন্দেহ রয়েছে। তবে দ্বিতীয় সারির দল এই ফর্মে থাকা পাকিস্তানকে বেগ দেবে, তা বলাই যায়।"
এই মন্তব্য নিয়ে ইনজামাম চড়া সুরে বলেছেন, "ভারত ম্যাচটি জিতেছে, ওরা ভালো খেলেছে, কিন্তু গাভাস্কারের উচিত পরিসংখ্যান দেখে নেওয়া। উনি একবার পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য শারজাহ পালিয়ে গিয়েছিলেন। উনি আমাদের থেকে বড়, উনি একজন সিনিয়র। আমরা ওনাকে সম্মান করি, কিন্তু একটি দেশকে নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়। নিশ্চই, আপনি আপনার দলকে নিয়ে যত খুশি প্রশংসা করুন, কিন্তু অন্যান্য দলকে নিয়ে এমন মন্তব্য করা কুরুচিকর।"
এরপর ইনজামাম বলেছেন, "ওনাকে বলুন পরিসংখ্যান দেখে নিতে, এবং উনি জানবেন পাকিস্তান কোথায় রয়েছে। আমি খুবই কষ্ট পেয়েছি যে উনি এই ধরণের মন্তব্য করেছেন। উনি একজন অসামান্য, শ্রদ্ধেয় ক্রিকেটার। কিন্তু এই ধরণের মন্তব্য করে, উনি নিজের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ওনার নিজের মুখে লাগাম লাগানো উচিত।"