ওভারে ছয় ছক্কা থেকে আইপিএলে শতরান! আরসিবিকে টেক্কা দিয়ে পাঞ্জাবে আসা প্রিয়ানশ আরিয়াকে চিনুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের চতুর্থ ম্যাচে দুর্ধর্ষ শতরান করেছেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়ানশ আরিয়া। মাত্র ৩৯ বলে শতরান করে পাঞ্জাবকে বড় স্কোরে তোলেন তিনি। এই শতরানটি আইপিএল ইতিহাসে কোনও আনক্যাপড খেলোয়াড়ের জন্য দ্রুততম এবং ভারতীয় ব্যাটার হিসেবে দ্বিতীয় দ্রুততম।
তবে ২৪ বছর বয়সী প্রিয়ানশ আরিয়া হয়ত খেলতে পারতেন বিরাট কোহলির সাথে। আইপিএল মেগা নিলামে প্রিয়ানশের জন্য বিডিং লড়াইয়ে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস, যেখানে ৩.৮০ কোটি টাকায় সই করায় পাঞ্জাব। যদিও প্রিয়ানশের প্রতিভার প্রকাশ ঘটেছিল গত বছরের দিল্লি প্রিমিয়ার লিগে।
সেই প্রতিযোগিতায় সাউথ দিল্লি সুপারস্টার্সের হয়ে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন প্রিয়ানশ। সেই ম্যাচে মাত্র ৫০ বলে ১২০ রান করেছিলেন তিনি, যেখানে সতীর্থ আয়ুষ বাদোনির সাথে ২৮৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ৬০৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন প্রিয়ানশ। আর এর জেরে তিনি নজরে পড়েন একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির।
দিল্লির ছেলে প্রিয়ানশ এখনও অবধি রঞ্জিতে অভিষেক করেননি, তবে রাজ্য দলের হয়ে ৭টি লিস্ট এ ম্যাচ ও ১৮টি টি২০ খেলেছেন। যদিও লিস্ট এ-তে ৭৭ রান করেছেন তিনি, তবে টি২০ তে একটি শতরান ও তিনটি অর্ধশতরান করে ফেলেছেন প্রিয়ানশ।