আইপিএল জিততে বিশ্বজয়ী কোচকে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দলে যুক্ত হলেন একজন বিশ্বজয়ী। দলের মগজাস্ত্রে জুড়লেন বিশ্বকাপজয়ী কোচ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার তথা কোচ ওটিস গিবসনকে আইপিএল ২০২৫ এর জন্য সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স।
১৯৯৫-১৯৯৯ সাল অবধি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার পর কোচিংয়ে আসেন ওটিস। ২০০৭-১০ এবং ২০১৫-১৭ দুই বার ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। তবে কোচ হিসেবে সর্বোত্তম সাফল্য পান ২০১২ সালে, যেবার নিজের দেশের হেড কোচ হিসেবে জিতেছিলেন টি২০ বিশ্বকাপ। এরপর ২০১৭-১৯ অবধি দক্ষিণ আফ্রিকার কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন।
ওটিসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে নাইটদের সাপোর্ট স্টাফ শক্তিকে বাড়াবে। হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত, মেন্টর ডোয়েন ব্রাভো, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো ও বোলিং কোচ ভরত অরুণের সাথে কেমন কাজ করেন ওটিস গিবসন, সেটাই দেখার।