আইপিএলে গড়াপেটার কালো ছায়া! ১০টি ফ্র্যাঞ্চাইজিকে এই বিষয়ে সতর্ক করল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও আইপিএলে ঘনিয়ে আসছে গড়াপেটার কালো ছায়া। তবে বিষয়টা যাতে বেশি দূর না গড়ায়, তার জন্য আগেভাগেই ১০টি ফ্র্যাঞ্চাইজি দলকে এই নির্দেশ দিয়ে সতর্ক করল বিসিসিআই। হায়দরাবাদের এক ব্যবসায়ীর কার্যকলাপে সন্দেহ প্রকাশ করেছে বিসিসিআই, যার কারণে সেই ব্যবসায়ীর সাথে কোনও দলের কর্তা, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ধারাভাষ্যকারদের যোগাযোগ না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের দুর্নীতি দমন নিরাপত্তা শাখা এই পুরো বিষয়টি দেখছে। জানা গিয়েছে, হায়দরাবাদের সেই ব্যবসায়ীর সাথে যোগ রয়েছে দেশ-বিদেশের অজস্র বুকির। এর আগেও গড়াপেটার চেষ্টা করেছেন এই ব্যবসায়ী। সেই কারণে ক্রিকেটার-কর্তা-কোচ বা ধারাভাষ্যকারদের সোনার গয়না সহ নানান দামী উপহার দেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন নামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
শুধু ক্রিকেটারদের সাথে নয়, তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ তৈরির চেষ্টা করেন এই ব্যবসায়ী। প্রথমে ভক্ত হিসেবে তাদের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করে তারপর লোভনীয় প্রস্তাব দিতে শুরু করে এই ব্যবসায়ী। আর এই কারণে এই ব্যবসায়ীর থেকে সতর্ক থাকতে বলছে বিসিসিআই। চলতি আইপিএলে বিভিন্ন ম্যাচে গ্যালারিতে থাকতে দেখা গিয়েছে এই ব্যবসায়ীকে। এমনকি বিভিন্ন টিম হোটেলেও এই ব্যবসায়ীর উপস্থিতি ছিল বলে জানা গিয়েছে।
২০১৩ সালের পুনরাবৃত্তি চাইছে না বিসিসিআই, যেখানে গড়াপেটার জন্য রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে নির্বাসিত করা হয়েছিল, ১১ জন বুকিকে গ্রেফতার করা হয়েছিল, আর সর্বোপরি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল।