"পাকিস্তানের অধিনায়ক হয়ে ইংরেজি বলতে না পারায় আমি লজ্জিত নই": মহম্মদ রিজওয়ান

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা নিয়ে ট্রোলকারীদের উপযুক্ত জবাব দিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি স্বীকার করেছেন, শিক্ষা সম্পূর্ণ না করার আফসোস রয়েছে, তবে নিজের ভাষা-দক্ষতা নিয়ে তাঁর কোনো লজ্জা নেই।
অনেক দিন ধরেই সামাজিক মাধ্যমে পোস্ট- ও প্রি-ম্যাচ সাক্ষাৎকারে ইংরেজি বলা নিয়ে বিদ্রূপের শিকার হচ্ছেন রিজওয়ান। এই সমালোচনার জবাবে তিনি বলেন, “আমি পড়াশোনা শেষ করতে পারিনি, তাই ইংরেজি জানি না—এটা আমার দুঃখ। তবে পাকিস্তানের অধিনায়ক হয়ে ইংরেজি বলতে না পারায় আমি মোটেও লজ্জিত নই।”
তিনি আরও বলেন, “দেশ আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। যদি পাকিস্তান ইংরেজি চাইত, আমি অধ্যাপক হয়ে পড়তাম, ইংরেজি শিখে ফিরে আসতাম। কিন্তু দেশ আমার কাছ থেকে ক্রিকেট চায়, ভাষা নয়।”
পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের অধিনায়কের দায়িত্বে থাকা রিজওয়ান পরে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন। এক সময় এশিয়ার ক্রিকেট দাপট চালানো পাকিস্তান এখন ধারাবাহিক ব্যর্থতায় ভুগছে। সাম্প্রতিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বাজে ফলাফলের কারণে সমালোচনার মুখে পড়েছে গোটা দল, যার জেরে ভক্ত ও সাবেক খেলোয়াড়দের ক্ষোভও প্রকাশ পাচ্ছে।