কলকাতা থেকে সরে গিয়ে এবার পাঞ্জাবের হয়ে নিজের ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্যে শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই মরশুমে দল বদলেছেন, হয়েছেন পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব এই বছর সই করিয়েছে তাকে। অধিনায়ক হয়ে শুধু পাঞ্জাবকে খেতাব জেতানোই লক্ষ্য নয়, নিজের ব্যাটিংয়ে উন্নতি করে টি২০ আন্তর্জাতিক দলে ফিরে আসতে চান শ্রেয়াস।
শ্রেয়াস ইচ্ছাপ্রকাশ করেছেন, পাঞ্জাবের হয়ে তিনি ৩ নম্বরে ব্যাট করতে চান। এই নিয়ে প্রাক মরশুম সাংবাদিক বৈঠকে শ্রেয়াস বলেছেন, "আমি যদি টি২০ ক্রিকেটে নিজের ছাপ ফেলতে চাই, তাহলে আমায় তিন নম্বরে ব্যাট করতে হবে। এতেই আমি ফোকাস করছি। এই বছর আমি খুবই নিশ্চিত আমার জায়গা নিয়ে, আর কোচ যতদিন চাইবেন, আমি সেখানেই থাকব।"
ভারতের হয়ে টি২০-তে তিন নম্বরে বেশ ভালো রেকর্ড রয়েছে শ্রেয়াসের। ১৯ ম্যাচে ৫৩০ রান করেছেন তিনি। যদিও শেষবার ২০২৩ সালে ভারতের হয়ে টি২০ খেলেছেন শ্রেয়াস। যে কারণে এবারের আইপিএলকে নিজেকে ফিরিয়ে আনার মঞ্চ হিসেবে দেখছেন আইয়ার। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই কাজটিই করেছেন তিনি।