অশ্বিনের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে বাদ রোহিত-হার্দিক-রাহুল, দলে এই তিন ভারতীয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দাপটের সাথে জিতেছে ভারত। আর এই জয়ে প্রতিটা ক্রিকেটারের ভূমিকা অনস্বীকার্য। ফলে প্রতিযোগিতার সেরা একাদশ বাছলে সেখানে ভারতীয়দের আধিক্য থাকবে, তাই স্বাভাবিক। তবে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যে একাদশ বানিয়েছেন, তা খানিকটা চমকে দেওয়ার মত।
এই একাদশে তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল, উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল ও পেসার মহম্মদ শামির মত তারকাদের রাখেননি। তবে তার একাদশে জায়গা পেয়েছেন তিনজন ভারতীয়।
ওপেনিংয়ে অশ্বিন বেছেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সেরা ক্রিকেটার রাচিন রবীন্দ্র এবং ইংল্যান্ডের বেন ডাকেটকে। তিনে অশ্বিন জো রুট ও বিরাট কোহলিকে নিয়ে ধন্ধে থাকলেও, পাকিস্তানের বিরুদ্ধে অসামান্য পারফর্মেন্সের জন্য বিরাটকে এগিয়ে রাখলেন। চারে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়াস আইয়ারকে সুযোগ দিয়েছেন অশ্বিন।
মিডল অর্ডারে অশ্বিন সুযোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার জস ইংলিস, দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার ডেভিড মিলার, আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে।
তবে বোলিংয়ে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে রেখেছেন। আর পেস বিভাগে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে জায়গা দিয়েছেন অশ্বিন। আর দ্বাদশ ব্যক্তি হিসেবে অশ্বিনের দলে সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।