লখনউয়ে জয় মোহনবাগান! আইপিএলে এসে আইএসএল জয় উপভোগ করছেন গোয়েঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল কাপ জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঠে থেকে দলের জয় উপভোগ করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের জন্য লখনউতে পৌঁছেও মোহনবাগানের ছোঁয়া পেলেন গোয়েঙ্কা।
মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে একটি ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্জীব গোয়েঙ্কাকে সবুজ-মেরুণ ফুল ও সবুজ-মেরুণ রঙের প্ল্যাকার্ড নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা জানান লখনউয়ের হায়াত রিজেন্সির কর্মীরা। আর এমন আয়োজনে অবাক হয়ে যান গোয়েঙ্কা। এমন অভিবাদনের জন্য কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
View this post on Instagram
শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের, কিন্তু সেই খেলা ছেড়ে কলকাতায় আইএসএল ফাইনাল দেখতে এসেছিলেন গোয়েঙ্কা। যদিও জল্পনা উঠেছিল, পয়লা বৈশাখের দিন এক সাথে ট্রফি ও শিল্ড নিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সোমবার আইপিএলের খেলার জন্য লখনউ আসায় হয়ত সেটি সম্ভব হবে না।