হানিমুন বাদ, দুই হাতে জাদু! আইপিএলে অভিষেকেই নজর কাড়লেন কামিন্দু মেন্ডিস! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক অভিনব বোলিং বিকল্প কাজে লাগাল সানরাইজার্স হায়দরাবাদ। শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, যিনি এই ম্যাচে আইপিএলে নিজের অভিষেক ঘটালেন, হয়ে উঠলেন প্রথম অ্যাম্বিডেক্সট্রাস (দুই হাতে বল করতে সক্ষম) বোলার যিনি টুর্নামেন্টে উইকেট পেয়েছেন।
শ্রীলঙ্কা দলের হয়ে খেলার সময় থেকেই দুই হাতে বল করার দক্ষতার জন্য পরিচিত কামিন্দু মেন্ডিস এদিন তাঁর এই বিশেষ দক্ষতা আইপিএলে এনে চমকে দিলেন দর্শক এবং ধারাভাষ্যকারদের। নিজের একমাত্র ওভারে তিনি প্রথমে বাঁ হাতে বল করলেন অঙ্কৃশ রঘুবংশীর বিরুদ্ধে, এরপর ডান হাতে বল করলেন ভেঙ্কটেশ আইয়ারকে। এই ওভারেই তিনি রঘুবংশীকে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম আইপিএল উইকেট নেন, ঠিক তার হাফ-সেঞ্চুরির পরপরই।
ধারাভাষ্যের সময় প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার পমি মবাঙ্গো বলেন, “সে দুই হাতেই নিখুঁত বল করেছে। কিন্তু এটা ব্যাটসম্যানদের জন্য খুব বিভ্রান্তিকর, তাই না?”
Left ???? Right
— IndianPremierLeague (@IPL) April 3, 2025
Right ???? Left
Confused? ????
That's what Kamindu Mendis causes in the minds of batters ????
Updates ▶ https://t.co/jahSPzdeys#TATAIPL | #KKRvSRH | @SunRisers pic.twitter.com/IJH0N1c3kT
২০২৪ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত নিলামে কামিন্দুকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল শুরু হওয়ার ঠিক আগে, তিনি বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে। তবে টুর্নামেন্টে খেলার অঙ্গীকার রেখে তিনি তাঁর হানিমুন বাতিল করে দ্রুত ভারত সফরে চলে আসেন।
তাঁর বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “ওরা এখন হাপুতালেতে এক সংক্ষিপ্ত হানিমুনে রয়েছে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করেনি, কারণ কামিন্দু আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং খুব শিগগিরই অনুশীলনে যোগ দেবে।”