সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে আগুন! কেমন আছেন অভিষেক-কামিন্সরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৫ এর মাঝেই বিপত্তি ঘটল সানরাইজার্স হায়দরাবাদের। হায়দরাবাদের যে হোটেলে থাকছেন অভিষেক শর্মা, প্যাট কামিন্সরা - বাঞ্জারা হিলসের পার্ক হায়াত হোটেলে আগুন লাগে। পাঁচতারা এই হোটেলের চতুর্থ তলার স্পা থেকে আগুন লাগে বলে জানা গিয়েছে।
তবে যা খবর, এই ঘটনায় কেউ আহত হননি। যখন আগুন লাগে, সেই সময়ে হোটেল ছাড়ছিল সানরাইজার্স দল। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ট্র্যাভিস হেড, নীতিশ কুমার রেড্ডিরা।
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, হোটেলের কর্মচারীরা আগুন নিভিয়ে পরিস্থিতি সামাল দেন। আর এর জেরে হোটেলের কোনও অতিথি বা কর্মীর কোনও আঘাত আসেনি বলে জানিয়েছে পুলিশ। যদিও কী কারণে আগুন লাগল তা নিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।