আইপিএল খেলার লোভে প্রতারকদের কাছে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন তরুণ ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল খেলার স্বপ্ন প্রতিটা উঠতি ক্রিকেটারেরই থাকে, আর তার সুযোগ নিয়ে প্রতারকরা লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। এরকমই ঘটনা ঘটল কর্নাটকের ১৯ বছর বয়সী এক ক্রিকেটারের সাথে। রাজস্থান রয়্যালসে সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ২৪ লক্ষ টাকা সেই তরুণের থেকে হাতিয়ে নেয় একটি সাইবার প্রতারক চক্র।
কর্নাটকের বেলাগাভি জেলার চিঞ্চানি গ্রামের উঠতি ক্রিকেটার রাকেশ ইয়াদুরে গত বছর মে মাসে হায়দরাবাদে হওয়া একটি প্রতিযোগিতায় দুরন্ত পারফর্মেন্স করে স্থানীয় নির্বাচকদের নজরে আসেন। স্থানীয় পুলিশ মারফৎ জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে ইনস্টাগ্রামে রাকেশ বার্তা পান, রাজস্থান রয়্যালসে তিনি সুযোগ পেয়েছেন। সেই বার্তায় এও লেখা থাকে, ২০০০ টাকার বিনিময়ে একটি ফর্ম পূরণ করতে হবে।
ইনস্টাগ্রামের সেই বার্তাকে বিশ্বাস করে সেই মত টাকা পেমেন্ট করে ফর্ম পূরণ করেন রাকেশ। আর তারপর থেকে দফায় দফায় গত বছরের ২২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৯ এপ্রিল অবধি মোট ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়েছেন রাকেশ। সেই প্রতারক চক্র রাকেশকে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি ম্যাচে ৪০ হাজার থেকে ৮ লক্ষ টাকা পাবেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও অর্থ তো পাননি, এমনকি রাজস্থানের অফিশিয়াল কিট ব্যাগ, জার্সি কিংবা ফ্লাইটের টিকিটও পাননি।
এরপর যখন আরও ৩ লক্ষ টাকা দাবি করে প্রতারকরা, তখন রাকেশ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর সেই চক্র যোগাযোগের সব মাধ্যম থেকে রাকেশকে ব্লক করে। এরপর বেলাগাভি কেন্দ্রীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং তদন্ত শুরু হয়। জানা গিয়েছে, প্রতারকরা রাজস্থান থেকে নিজেদের কাজ চালাচ্ছিল।