কলকাতার বুকে আরও একবার ভারতের সবচেয়ে বড় ক্রীড়া সম্মেলন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতায় ভারতের সবচেয়ে বড় ক্রীড়া সম্মেলন। থাকছেন অলিম্পিকে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকর থেকে শুরু করে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, রবিচন্দ্র অশ্বিনরা।
আগামী ৬ থেকে ৮ মার্চ কলকাতার এক পাঁচ তাঁরা হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে রেভ স্পোর্টস আয়োজিত ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠান। তিনদিন ব্যাপী এই মেগা ক্রীড়া সম্মেলন সরাসরি সম্প্রচারিত হবে এক্সট্রা টাইম বাংলায়। এই কনক্লেভে অংশগ্রহণ করবেন ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা। যারা নিজেদের লড়াই, যাত্রা এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন।
সেই তালিকায় রয়েছেন অলিম্পিকে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকর, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা, রবিচন্দ্র অশ্বিন। থাকছেন হকি তারকা পি আর শ্রীজেশ এবং হরমানপ্ৰীত সিং। অলিম্পিক পদকজয়ী মেরি কম এবং অন্যান্য বিশ্বখ্যাত ভারতীয় ক্রীড়াবিদরা।
ট্রেইলব্লেজার্স কনক্লেভ ভারতের অন্যতম প্রধান ক্রীড়া সম্মেলন হয়ে উঠেছে। ক্রীড়াবিদদের পরিশ্রম এবং সাফল্যের গল্প এখানে উঠে আসে এবং আলোচনা হয় খেলোয়াড়দের মানসিকতা এবং ভবিষ্যতের ক্রীড়া ক্ষেত্র নিয়ে। কনক্লেভের উদ্দেশ্য শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা নয়, বরং ক্রীড়াবিদদের যাত্রা এবং তাদের সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া।
এই কনক্লেভের মাধ্যমে ক্রীড়াবিদদের গল্পের পাশাপাশি খেলা অর্থনীতি এবং খেলোয়াড়দের নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।