ভেঙ্কটেশ আইয়ার জানেন মোহনবাগানের আবেগকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছেন, আর এবার সমর্থকদের ভালোবাসা নিয়ে বলতে গিয়ে মোহনবাগানের কথা তুলে ধরলেন ভেঙ্কটেশ আইয়ার। রেভস্পোর্টসের কনক্লেভে এসে এমনই কথা বলেছেন এই তারকা অলরাউন্ডার।
কলকাতার সমর্থকদের নিয়ে ভেঙ্কটেশ বলেছেন, "কেকেআর আমায় সুযোগ দিয়েছে এখানে এসে খেলার। আর এসে এখানকার মানুষজনের খেলার আবেগের সম্বন্ধে বুঝেছি। সে কেকেআর হোক বা মোহনবাগান, নিজেদের দলের সাথে জুড়ে যান কলকাতার মানু্ষ। যদি প্রতিপক্ষ ভালো ক্রিকেট খেলে তাহলে তারও প্রশংসা করে। আর এখানকার খাবার, আমার দারুণ লাগে আর কোথায় পাওয়া যায় দয়া করে বলবেন।"