২৪ কোটির ভেঙ্কটেশের হয়ে ঝোড়ো ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে

রৌণক ঘোষঃ ২০২৫ আইপিএল শুরু হতে হাতে আর বেশিদিন সময় বাকি নেই। ইতিমধ্যে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর দল তাদের ঘরের মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মাঝে মরসুমের প্রথম সাংবাদিক সম্মেলনে এসে এই বছরের নাইট বাহিনী নিয়ে একাধিক আপডেট দিলেন কেকেআর দলের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয় তিনি ওপেন করবেন কি না?
জবাবে রাহানে বলেন, "আমি সব সময়েই দল যেখানে চেয়েছে সেখানে খেলেছি। গোটা কেরিয়ারে তাই করেছি। এখনও তাই করি। আমরা কোচদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।"
নাইটদের নতুন অধিনায়ক হওয়ার বিষয় রাহানে বলেন, "কেকেআরের অধিনায়ক হওয়া আমার কাছে গর্বের। সুযোগ দেওয়ার জন্য ম্যানেজমেন্ট কে অসংখ্য ধন্যবাদ। গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, তাই চ্যালেঞ্জিং হবে। চন্দু স্যারের সঙ্গে আগেও কাজ করেছি তাঁর পদ্ধতি জানি। একে অপরের সঙ্গে সমন্বয় করা চ্যালেঞ্জিং নতুন দলে, কিন্তু এটাই ক্রিকেট, আমরা পরিশ্রম করছি। আমি আমার সেরাটা দেব এই মরসুমে।"
নিজেকে নতুন করে প্রমাণ করার কথা কি ভাবছেন অজিঙ্ক রাহানে? স্পষ্ট জবাব নাইট অধিনায়কের,"আমি আমার ১০০% দেওয়ার চেষ্টা করি। আমি অতীত নিয়ে ভাবিনা। ভেঙ্কটেশ এই দাম ডিজার্ভ করেন। তাকে সবাই এই বিষয় জিজ্ঞাসা করেন কিন্তু তিনি এই দাম ডিজার্ভ করেন এবং তাকে কেকেআর দল সাহায্য করবে।"
অধিনায়ক হওয়ার বিষয় তিনি বলেন, "আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলছিলাম আপনাদের থেকেই জেনে ছিলাম অধিনায়ক হচ্ছি। মুম্বইয়ের হয়ে খেলাই তখন লক্ষ্য ছিল। কেকেআরের হয়ে খেলা গর্বের। প্রতি মরসুমই চ্যালেঞ্জিং। আমাদের প্রস্তুতি খুবই ভালো চলছে। মুম্বই থেকেই ভালো প্রস্তুতি শুরু হয়েছে। এবং আমাদের কাছে দল সবার আগে।"
কেকেআর সমর্থকদের বিষয় রাহানে বলেন, " ইডেনে ফিরে ভালো লাগছে। সব সময়েই ইডেনে খেলতে ভালো লাগে। কলকাতার মানুষ যেভাবে সমর্থন করেন। এবং কেকেআর ফ্র্যাঞ্চাইজিও অসাধারণ সমর্থন করে এবং এই জন্যই কেকেআর সেরা ফ্র্যাঞ্চাইজি। আমি কেকেআর ছাড়াও অন্য দলের হয়েও খেলেছি ইডেনে। অসাধারণ পরিবেশ থাকে।"