ড্রেসিংরুম থেকে ব্যাট চুরি! মাথায় হাত বিরাট কোহলির। চোর কে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যে ব্যাট দিয়ে দুর্দান্ত অর্ধশতরান করে দলকে জেতালেন, সেই ব্যাটই চুরি হয়ে গেল ড্রেসিংরুম থেকে! তাও আবার বিরাট কোহলির ব্যাট। কিন্তু বিরাটের ব্যাট চুরি করল কে? অপরাধী কে? কেন তার ব্যাট চুরি করল?
ড্রেসিংরুমে যখন ফিরে আসেন বিরাট, তখন দেখেন, তার কিটব্যাগ থেকে একটি ব্যাট পাওয়া যাচ্ছে না। এরপর হন্যে হয়ে চারদিকে ব্যাট খুঁজতে লাগলেন বিরাট। অবশেষে ব্যাটটি পাওয়া গেল অজি সতীর্থ টিম ডেভিডের ব্যাগ থেকে। তবে এই ঘটনাটি নিছকই মজার ছলে ছিল। বিরাটের বাকি সতীর্থরা জানতেন এই ঘটনা।
এরপর এই ঘটনা নিয়ে টিম ডেভিড বলেছেন, "আমি হিসেব রাখছিলাম, কত সময় লাগে কোহলির বুঝতে যে তার একটি ব্যাট হারিয়েছে।" তখন কোহলি বলেন, "আমি আগের দিনই নিজের ব্যাট গুনেছি, সাতটা ব্যাট দেখেছিলাম। এসে দেখি ছয়টা ব্যাট রয়েছে।" তারপর ডেভিড বলে ওঠেন, "ব্যাটটা তো ধার হিসেবে নিয়েছিলাম।"
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ৪৫ বলে অপরাজিত ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। যার ফলে অনায়াসে জয় হাসিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।