সৌরভ গাংগুগলিতে কুপোকাত সেহওয়াগ, কুম্বলেরা! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সৌরভ গাঙ্গুলির গুগলিতে ঘুম উড়েছে বীরেন্দ্র সেহওয়াগ, অনিল কুম্বলের। বিরক্ত ওয়াটসন, মর্গ্যানরাও! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন মহারাজ। সেখানেই দেখা যায় সেহওয়াগ, কুম্বলে, ওয়াটসন, মর্গ্যানদের সৌরভের বিরুদ্ধে অভিযোগ জানাতে।
তবে এই গুগলি মাঠে বল হাতে নয়, কঠিন প্রশ্নের মাধ্যমে করছেন সৌরভ। জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো দাদাগিরিতে এই গুগলি দেখা যেত। এই ভিডিওটিতে দেখা যায় এমনই কিছু গুগলি দিচ্ছেন সৌরভ। কখনও সেহওয়াগকে কখনও কুম্বলেকে। এবং তাঁরা অতিষ্ট হয়ে উঠেছেন সৌরভের 'রোস্টিং'-এ। শেন ওয়াটসন, ইয়ন মর্গ্যানরা বলেন তাদেরকে আজব সব কথা শুনিয়েছেন সৌরভ।
আসলে এই ভিডিও গুগুলের একটি বিজ্ঞাপন। যেখানে বলা হয় গুগুলে গুগলি খেললে পুরস্কার পাবেন জনতা। মজাদার এই ভিডিওতে সৌরভ গাঙ্গুলির 'হিউমর' প্রকাশ্যে আসে এর সঙ্গে তাঁর অভিনয়ের দক্ষতাও ফুটে ওঠে।